OST of Propose Anmona Song Lyrics ( আনমনা ) New Bangla Song 2020





কখনো লাগে আনমনা
কখনো অন্য এই ভূবন
সবি যেন সাতরঙা
সুখগুলো যায় যেমন
এত কাছে মেঘনীল
তবু কেউ কারো নয়

যত বার এই হৃদয়
তোমাতে ডুবে রয়
হারিয়ে বহুদূর
চাইছে সময়
ছুঁটে চলে এ মন
কোন সে পিছুটান
আগে তো হয়নি এমন
হারানো অভিমান
নতুন শিহরণ
ক্ষণে ক্ষণে অকারণ

এত কাছে মেঘনীল
তবু কেই কারো নয়
যত বার এই হৃদয়
তোমাতে ডুবে রয়
হারিয়ে বহুদূর
চাইছে সময় !



Song: Anmona Singer: Amid Hossain Chowdhury & Sanzia Tune & Composition: Sajid Sarkar Lyrics: Anwar Hossain Ador
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url