Deho Namer Ajob Mechine Lyrics ( দেহ নামের আজব মেশিন ) Rinku






দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি
দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি
কোন থিওরি করছে প্রয়োগ
কোন দেশে তার ফ্যাক্টরি
হায়রে,,কোন থিওরি করছে প্রয়োগ
কোন দেশে তার ফ্যাক্টরি



দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি
দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি



চলে মেশিন আপন মনের
দক্ষ হাতের চাহিতে,
হাসে খেলে যুদ্ধ করে
ভালবাসার দাবিতে


চলে মেশিন আপন মনের
দক্ষ হাতের চাহিতে
হাসে খেলে যুদ্ধ করে
ভালোবাসার দাবিতে
আজব মেকার নৈরাকার এ
দেখে তার কারিগরি
হায়রে আজব মেকার নৈরাকার এ
দেখে তার কারিগরি
দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি
দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি


জানতে চাইলে মেশিন তথ্য
গুরুর সঙ্গ ধরো মন
ভব রঙ্গ সাঙ্গ করে
লও খুঁজে সেই মহা জন
রুপের নেশায় ভুইলো না মন
যে জন পারের কান্ডারী
হায়রে রুপের নেশায় ভুইলো না মন
যে জন পারের কান্ডারী
দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি
হায়রে,, দেহ নামের আজব
মেশিন বানাইছে কোন মিস্ত্র
কোন থিওরি করছে প্রয়োগ
কোন দেশে তার ফ্যাক্টরি
হায়রে কোন থিওরি করছে প্রয়োগ
কোন দেশে তার ফ্যাক্টরি
দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি
হায়রে দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি




দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি | RINKU | রিংকু | Bangla Song 2020 








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url