Cholonamoyee Lyrics (ছলনাময়ী লিরিক্স) By Samz Vai
Cholonamoyi Lyrics Bangla -
গল্প গুলো সব মিথ্যে ছিলো
বুঝতে পারিনি আমি,
মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে
ওরে ছলনাময়ী।
বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে
আমায় ছেড়ে যেও না,
কোথায় গেলো তোমার মিথ্যে কান্না
এখন কি মনে পড়েনা ?
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
ও বলিতে তোমার আমায় ছাড়া
লাগে বড়ো একা,
এখন কেন মুখ গোমরা করো
পেলে আমারও দেখা।
একটা সময় কাঁদাবে তোমায়
আমার ও শূন্যতা,
হাজারও ডাকলে আমায়
মিলবেনা আমারও ছায়া।
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
হবো একদিন খুব বড় আমি
তুমি থাকবেনা যোগ্য আমার,
দেখবে তুমি আর পুরবে নিরবে
পাবে না আর সে অধিকার।
বুঝবে তুমি ঠিকই খুঁজবে আমায়
হবে না তো লাভ কোন আর,
আমিও তো ভুলে যাবো তোমার ঠিকানা
হয়ে যাবো অন্য কাহার।
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
Cholonamoyi Song Lyrics -
Golpo gulo shob mitthe chilo bujhte parini ami
mitthe shopon dekhiye kotha harale ore cholonamoyi
buke joriye kede bolechile amay chere jeo na
kothay gelo tomar mitthe kanna ekhon ki mone pore na
e kemon valobashai tumi jorale
vulite pari na tomake
tomay amay mone ar ki pore na
ki kore vule gele amake
boli je tomar amay chara boro eka
ekhon keno mukh gomra koro pele amaro dekha
hatar shomoy kadbe tomay amar shunnota
hajaro dakle amay milbe na amaro chaya
e kemon bhalobashai tumi jorale
bhulite parina tomake
tomay amay mone ar ki pore na
ki kore vule gele amake.
ছলনাময়ী গানের লিরিক্স
Song : Cholonamoyee
Singer : Samz Vai
Music : P.B. Rudro
Lyrics & Tune : Samz Vai
Story : Mohammad Iqbal Hossain
Script & Direction : Aador Shohag
DoP : HM Zaman
Produced by : Mohammad Iqbal Hossain
Label : Six Seasons Multimedia
You Can Check Out Our Popular Song Lyrics
