O Lolona Song Lyrics (ও ললনা) By Shiekh Sadi
O Lolona Lyrics -
ও ললনা, ললনা ও ললনা
ও ললনা, ললনা ও ললনা
তুমি আমার মনটা বুঝো না
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস,
তুমি মনে জায়গা দিলা না
তোমার কাছে ছিলাম আমি ফ্লেক্সি লোড আর টাইমপাশ
পকেট খালি পাইনা তোর সুবাস
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না
টেডি বিয়ার বারবি ডল,
আইসক্রিম আর চিকেন বল
তুমি আমার কমতো খাইলা না
নিজের বেলায় ষোলআনা
আমার বেলায় চাইর আনা
ভালোবাসাও জমা রইলো না
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না
বাপের আমি ছোট পোলা
তোমার লেইগা পকেট খোলা
বাপের ক্যাশে হিসেব মেলে না
তোমার লাগি কর্য্য মেটে না
প্রেমসাগরে ডুবায়ে দিলা,
ঠাইতো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস,
সেথায় এখন গরু খায় ঘাস
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না
ও ললনা,
তুমি আমার মনটা বুঝো না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না
Song: LOLONA
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shiekh Sadi
Music: Sahriar Rafat
Acoustic Guitar: Rajib Ghosh
Album: LOLONa