O Bondhu Re Song (ও বন্ধু রে) Lyrics





ভাল কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবু কেন দূরে চইলা যাও?
আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও।

তুমি দেখো নতুন স্বপন
হায় নতুন কারো চোখে,
কেমনে মাইরা গেলা ছুরি
বিষের আমার এই বুকে,
ভাবলা না এই আমারে।

ও বন্ধু তুমি বড় পাষাণ
আমি আগে বুঝি নাই,
তোমার মিছা মায়ায় পইড়া আমার
জীবন পুইড়া ছাই,
জীবন পুইড়া ছাই রে বন্ধু
জীবন পুইড়া ছাই।

ভালো কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবু কেন দূরে চইলা যাও?
আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও।

তুমি আমায় ছাইড়া আমায় ভুইলা
কেমনে বল থাকো?
তুমি আদর কইরা তোমার মুখে
কার নামটি ডাকো?
তুমি কার বুকে তে মাথা রাইখা
সুখের গল্প করো?
আমি কোথায় আছি কেমন আছি
রাখলানা খবরও।
তুমি সুখে থাকো করি আমি এই প্রার্থনা
তোমার মতো বন্ধুয়ার হয়না তুলোনা।

ও বন্ধু তুমি বড় পাষাণ
আমি আগে বুঝি নাই,
তোমার মিছা মায়ায় পইরা আমার
জীবন পুইরা ছাই,
জীবন পুইরা ছাই রে বন্ধু
জীবন পুইরা ছাই।

ভালো কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবু কেন দূরে চইলা যাও?
আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও।


Song : O Bondhurey
Vocal, Lyrics & Tune : Samz Vai
Music : Tanzil Hasan
Story & Directed by : Eagle Team


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url