Tobu Valobeshe Jabo Song Lyrics (তবু ভালোবেসে যাবো) New Bangla song 2020
Tobu Valobeshe Jabo Lyrics (তবু ভালোবেসে যাবো) Ayon Chaklader
এই বুকটা জুড়ে চলছে হাহাকার
স্বপ্ন যে পুড়ে হয়েছে ছারখার,
যে তোমার চলেনি আমি ছাড়া একদিন
নাও না সে খোঁজ হলো আজ কতদিন,
ছিল যে তোমার মনের দাবীদার
নিয়েছো কেড়ে তার অধিকার,
বাকিটা জীবন, কিভাবে এখন
চলবো আমি হায় ছাড়া তোমাকে।
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো তোমাকে।।
এসেছো জীবনে,
নিজের মন চেয়ে ইচ্ছে দেখে
ছেড়েছো এই আমায়
প্রশ্নের মুখে রেখে নিজেকে।
কি ছিলো দোষ আমার?
ধরিয়ে তা যদি দিতে,
তবে আজ প্রেম আমার
মিশে যেত না স্মৃতিতে।
ছিলো যে তোমার মনের দাবীদার
নিয়েছো কেড়ে তার অধিকার,
বাকিটা জীবন, কিভাবে এখন
চলবো আমি হায় ছাড়া তোমাকে।
তবু ভালোবেসে যাব,
তবু ভালোবেসে যাব,
তবু ভালোবেসে যাব তোমাকে।।
এই বুকটা জুড়ে চলছে হাহাকার
স্বপ্ন যে পুড়ে হয়েছে ছারখার,
যে তোমার চলেনি আমি ছাড়া একদিন
নাও না সে খোঁজ হলো আজ কতদিন।
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো তোমাকে।
Tobu Valobeshe Jabo Lyrics Ayon
Ei bukte jure cholche hahakar
Sopno je pure hoyeche charkhar,
Je tomar choleni ami chara ekdin
Nao na se khoj holo aj kotodin,
Chilo je tomar moner dabidar
Niyecho kere tar odhikar,
Bakite jibon, kivabe ekhon
Cholbe ami hai chara tomake.
Tobu Valobeshe jabo
Tobu bhalobese jabo
Tobu bhalobese jabo tomake.
Esecho jibone
Nijer mon chye eche dekhe
Cherecho ei amay
Prosner mukhe rekhe nijeke
Ki chilo dos amar?
Dhoriy ta jodi dite,
Tobe aj prem amar,
lyricsdaw.com
Mise jetona sritite.
Chilo je tomar moner dabidar
Niyecho kere tar odhikar,
Bakita jibon kivabe ekhon
Cholbe ami hai chara tomake.
Tobu Valobeshe jabo
Tobu bhalobese jabo
Tobu bhalobese jabo tomake
Ei bukte jure cholche hahakar
Sopno je pure hoyeche charkhar,
Je tomar choleni ami chara ekdin
Nao na se khoj holo aj kotodin,
Chilo je tomar moner dabidar
Niyecho kere tar odhikar,
Bakite jibon, kivabe ekhon
Cholbe ami hai chara tomake.
Tobu Valobeshe jabo
Tobu bhalobese jabo
Tobu bhalobese jabo tomake
Song: Tobu Valobeshe Jabo ( তবু ভালোবেসে যাবো )
Singer: Ayon Chaklader
Lyric: Snahashish Ghosh
Tune & Music: Ayon Chaklader
Cast: Imran Ahmed Saudagar, Ariana Jaman & Zayed Noor
Cinematographer: Bikash Saha
Edit & Color: Rejeul Raju
Director: Saikat Reza