Boka Pakhi Apon Chinlo Na Song Lyrics ( বোকা পাখি ) New Bangla Song 2020




Boka Pakhi Apon Chinlo Na Lyrics - 


ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না ।

রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।

আমারি চাঁদ ছিলি যে তুই
এক থুইয়া হারাইলি কোই
তোরে ছাড়া আমি আসহায়
হায় রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।

একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না ।
একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না ।

পাখির মতো উড়াল দিলি
একা করে চলে গেলি
একটা বারও ফিরা চাইলি না ।
না রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।

যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না ।



Song: Boka Pakhi Apon Chinli Na | ( বোকা পাখি )
Singer: Atif Ahmed Niloy
Music : A.H Turjo
Cast: Nayan Babu  & Shrabanti Shelina
Cinematographer: Ronjon Debnath
Edit: Rumi
Director: Nayan Babu
Label: Sristy Multimedia







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url