Comment Bichitra Song Lyrics (কমেন্ট বিচিত্রা) 2020





কোথায় যেন হারিয়ে গেলাম নেশায়
ডার্ক সার্কেল খুব বেড়ে গেছে তবে,
স্বপ্নে দেখি কে তুমি গিটারওয়ালা?
ভালোবেসে ফেললাম, এবার কী হবে!

একেবারে জমে ক্ষীর হয়ে গেছে ড্রিমটা
বলার ভাষা হারিয়ে ফেললাম আহা,
কান্না কেন আসছে, ইট্স সো প্রেটি
হারিয়ে যেওনা প্লিজ, এটাই আবদার।

তোমার জন্য কালজয়ী গান গাইবো
অসাধারণ ভাই বলবে সব চাপকে,
তোমার জন্য বাপুজী কেকের প্যাকেজিং এ ভরা
অথচ নতুন স্বাদের কাপ কেক।

এক লাল শার্ট আর কইবার পরবা?
ভোরের মতো স্নিগ্ধ তোমার হাসি,
মশাদের চুমু আর খেয়ো না লক্ষ্মী
আমি তো আছি, ভীষণ ভালোবাসি।

এম্ এইট্টি টা যে রাস্তায় চালালে এখন
হেলমেট টা কোথায় পাবো ভাই?
শুরু হয়েই শেষ হয়ে গেল চিন্তা
আমার এখন টোটোই ভরসা তাই।

এখন তুমি আর নেচোনা প্লিজ
আমি ঘুমাচ্ছি পরে স্বপ্ন দেখা যাবে,
নদীর পাড়ে বসে বরং ভাবো
সহজ পাঠ গানটা কবে পাবে।




Song : commentবিচিত্রা
Vocals, harmonium, bass & pads : Pritam Das
Composed by : Pritam and Suman
Lyrics compilation : Kritee Roy


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url