Tor Moner Pinjiray Song Lyrics (তোর মনের পিঞ্জিরায়) Bengali Song @2020
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁদে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।
Music video by Jisan Khan Shuvo (Fanush Band) performing Tor Moner Pinjiray (তোর মনের পিঞ্জিরায়) © Eagle Music.
Tor Moner Pinjiray Lyrics In Bangla
তোর মনের পিঞ্জিরায় লিরিক্স
Produced by Kachi Ahmed.
Directed by Eagle Team.
Label- Eagle Music.
his Bengali song composed by Ankur Mahamud and vocal, lyrics & tune by Jisan Khan Shuvo. Guitar & Mandolin played by Shuvendu Das Shuvo. Video edited by Imratul Islam & Color grading by Shamim Hossain.
#TorMonerPinjiray #JisanKhanShuvo #AiRongerDuniya
#BanglaSong #AnkurMahamud #BanglaMusicVideo
#তোর_মনের_পিঞ্জিরায় #তোরমনেরপিঞ্জিরায়
#EagleMusic #EagleTeam
#বাংলাগান
Thanks For Share This Information
Tor Moner Pinjiray Lyrics