Bishesh Karone Song Lyrics (বিশেষ কারণে) Tahsan Bangla New Drama Song 2020





কেউ জানে না, কেউ বোঝে না
কোন সে মায়ার টান।
কেউ জানে না, কেউ বোঝে না
এ কোন আহবান।

শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

জুড়ে থাকো সারাক্ষন মন সীমানা
তোমার মাঝে হারাবার খুঁজি বাহানা।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

উড়ে আসে কিছু সুখ রোজ বাতাসে
তুমি নামের অনুভব চেনা আকাশে।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।



Song : Bishesh Karone
Drama : Kemon Jeno Tumi
Singer :  Tahsan
Tune & Music : Imran




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url