Tui Ki Amar Hobi Re Song Lyrics (তুই কি আমার হবি রে) Bangla Movie Song 2020





রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে..
তুই কি আমার হবি রে?

আমার পথটা চলে যায়, তোরই দিকে
চোখের কলম, শত কবিতা লিখে,
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে
সেই কবিতা শুধু তোকে নিয়ে।

চোখ ভোরে তুই, দেখ পড়ে তুই
প্রেম কবিতায় তোকে ছুঁই
তুই চিনে নে সে কবি রে ..
তুই কি আমার হবি রে ?

রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?

হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে,
তুই দেখে নে সে ছবি রে..
তুই কি আমার হবি রে ?

রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?



Song : Tui Ki Amar Hobi Re
Movie : Bishwoshundori
Vocal : Imran & Kona
Lyrics : Kabir Bakul
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url