Tumi Amar Jibon Song Lyrics In Bengali বীর - শাকিব খান :





ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, মিশে গেছে জারি সাথে আমার হৃদয় মন। অন্তর আমার তাই বারেবার বলছে সারাক্ষন.. তুমি আমার জীবন, আমি তোমার জীবন .. চাইলেও তোমাকে পারবোনা সরাতে তুমি-হীন আমি অপূর্ণ, ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে এ হৃদয় হতো প্রেম শূন্য। অন্তর আমার তাই বারেবার বলছে সারাক্ষন .. তুমি আমার জীবন, আমি তোমার জীবন.. তোমাকেই জেনেছি আমার এ পৃথিবী তুমি সুখ তুমি আনন্দ, কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ। অন্তর আমার তাই বারেবার বলছে সারাক্ষন ... তুমি আমার জীবন, আমি তোমার জীবন।



Song Credits: Song : Tumi Amar Jibon Movie : Bir Singer : Imran & Konal Music : Akassh
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url