Aage Gele Baghe Khay Lyrics (আগে গেলে বাঘে খায়) Afran Nisho




আগে গেলে বাঘে খায় লিরিক্স - 


আগে গেলে বাঘে বাঘে,

আগে গেলে বাঘে খায়

আগে গেলে বাঘে বাঘে,

পরে গেলে কলি পায়।


আগে গেলে বাঘে বাঘে,

আগে গেলে বাঘে খায়

আগে গেলে বাঘে বাঘে,

পরে গেলে কলি পায়।


আমার পিছনে কত মেয়ে হিসাব নাই

করি রিদয় চুরি ধরা পরি নাই

ট্রো লাভের ঝামেলায় আমি নাই

ওয়ানডে ম্যাচের প্লেয়ার ভাই।


আমার কালেকশন একেকটা হই ফাই

পাসওয়ার্ড ছাড়া তোমার ওয়াইফাই

এসব চাইনিচ প্রোডাক্টের মেয়াদ নাই

দুই দিন পরপর শুধু নতুন চাই।


কোনটা ছাইড়া কোনটা যে ধরী

চারিপাশে সুন্দরী কলি

ভালবাসার গলায় দড়ি

তাই পালাই আমি।


আগে গেলে বাঘে বাঘে,

আগে গেলে বাঘে খায়

আগে গেলে বাঘে বাঘে,

পরে গেলে কলি পায়।


আমার মত কোন প্লেয়ার নাই

এই Game Game Game

খালি হুচুট খাইয়া পড়বা আমার প্রেমে প্রেমে।


আমি তাকাইলে পইটা যায় সব কয়টা মেয়ে

আমি যে গতিতে চলি থামাইব কে

কন কয়ার আসুক না বিষাক্ত নাগিনী

আমার কাছে হার মানে হিংস্র ভাগিনি।


প্রশ্ন শুধু একটাই, আমি কাছা দিয়া কারুরই ঠিক নাই

প্রোফাইল আসলে হিট নাই

আমি দাঁড়াইলে বাকি গো ভাত নাই।


কোনটা ছাইড়া কোনটা যে ধরী

চারিপাশে সুন্দরী কলি

ভালবাসার গলায় দড়ি

তাই পালাই আমি।


আগে গেলে বাঘে বাঘে,

আগে গেলে বাঘে খায়

আগে গেলে বাঘে বাঘে,

পরে গেলে কলি পায়।


আমার মত কোন প্লেয়ার নাই

এই Game Game Game

খালি হুচুট খাইয়া পড়বা আমার প্রেমে প্রেমে।


আমার মত কোন প্লেয়ার নাই

এই Game Game Game

খালি হুচুট খাইয়া পড়বা আমার প্রেমে প্রেমে।


কত কলির মধু খাইলাম

মনের মত নাহি পাইলাম

দিনের শেষে একলা ঘুরি ফুলের বাগানে

দিনের শেষে একলা ঘুরি ফুলের বাগানে।


আমার মত কোন প্লেয়ার নাই

এই Game Game Game

খালি হুচুট খাইয়া পড়বা আমার প্রেমে প্রেমে।


আমার মত কোন প্লেয়ার নাই

এই Game Game Game

খালি হুচুট খাইয়া পড়বা আমার প্রেমে প্রেমে।



Aage Gele Baghe Khay 

Singer: G.M Ashraf

Lyric & Tune: G.M Ashraf 

Music: Subhro Raha 

Album: Single

Drama: I am Single

Script & Direction: Jakaria Showkhin

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url