Toke Chai Song Lyrics ( মন চাইছে শুধু তোর কাছে যেতে ) Raj Barman, Puja





মন চাইছে শুধু তোর কাছে যেতে
তোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে।

মন চাইছে শুধু তোর কাছে যেতে
তোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে।

এ মনের জানালা তোরই ও কিছু কি
এ মনের জানালা তোরই ও কিছু কি,
আমি বর্ষা বিকেলে তোরই ছবি আঁকি।

তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই।

নীরবতা ভেঙে আয় ফিরে কাছে
তোকে ছাড়া আমার কে বল আছে?
তোরই নাম শুধু জপে যাই 
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই।

চারিদিকে শুধু তোর ছায়া দেখি
তোকে নিয়ে কত গল্প লিখি,
ও.. চারিদিকে শুধু তোর ছায়া দেখি
তোকে নিয়ে কত গল্প লিখি,
তোকে পেলে সব ভুলে যাই
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই।

মন চাইছে শুধু তোর কাছে যেতে
তোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে,
ও.. মন চাইছে শুধু তোর কাছে যেতে
তোর দৃষ্টির একটু ছোঁয়া পেতে।
এ মনের জানালা তোরই ও কিছু কি
এ মনের জানালা তোরই ও কিছু কি,
আমি বর্ষা বিকেলে তোরই ছবি আঁকি।
তোকে চাই, তোকে চাই,
আর সবকিছু বৃথাই।





Song: Toke Chai ( তোকে চাই )
Singer: Raj Barman & Puja
Lyric : Ahmed Risvy 
Tune & Music: Kishore Das

Edit & Color: Dhruba Music Station



#TokeChai  #RajBarman  #Puja #TokeChai #RajBarman #Puja #তোকেচাই #AhmedRisvy  #KishoreDas
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url