Kandi Tomar Karone Song Lyrics ( কত কথা বলিয়া ) Samz Vai New Song 2020





কত কথা বলিয়া
কত স্বপ্ন দেখাইয়া,
ভালোবাসি কইলা‌ রে আমারে।
কত আশা ভাঙ্গিলা
কত রাত্রি কাঁদাইলা,
নিঃস্ব কইরা ছাড়লা ক্যান আমারে?

ভালোবাসা শিখাইলা নিজেই তুমি
তবে ক্যান দিলা প্রেম কবরে?
তবে ক্যান দিলা প্রেম কবরে?

আমি কাঁদি তোমার জন্য রে বন্ধু
কাঁদি তোমার কারণে,
আমি কাঁদি তোমার জন্য রে বন্ধু
শুনতে কী পারো আমারে?

ভুল কইরা ছিলাম আমি
তোমারে ভালোবাসিয়া,
তাইতো এখন বুক ভাসাই
কান্দিয়া কান্দিয়া।

তোমার বিচার দিলা খোদারও দরবারে
মন ভাইঙ্গা সুখতো পাইলা না রে,
বুকেরও ভেতরে কী আগুন জ্বলে রে
দেখাইতে পারতাম যদি তোমারে।

আমি কাঁদি তোমার জন্য রে বন্ধু
কাঁদি তোমার কারণে,
আমি কাঁদি তোমার জন্য রে বন্ধু
শুনতে কী পারো আমারে?

বুঝতাম যদি আগে তোমার
অন্তরে বিষমাখা,
দিতাম না মন তোমায়
থাকিতাম একা একা।

এত যত্ন করিয়া
দিবা মন ভাঙ্গিয়া,
বুঝতে পারিনা এই ছলনা রে..

ভাঙা মনের অভিশাপ
লাগে যদি তোমার,
ক্ষমা তুমি তো আর পাইবানা রে।

আমি কান্দি তোমার জন্য রে বন্ধু
কান্দি তোমার কারণে,
আমি কান্দি তোমার জন্য রে বন্ধু
শুনতে কী পারো আমারে?






Song: Kandi Tomar Karone (কান্দি তোমার কারনে)
Singer: Samz Vai
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Neru
Flute : Sayon Mansang

Music: Ankur Mahamud & Neru


#KandiTomarKarone  #SamzVai  #MehediHasanLimon  #KandiTomarKarone  #SamzVai  #MehediHasanLimon  #AnkurMahamud  #Neru  #EagleMusic

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url