Ochena Song Lyrics ( অচেনা লিরিক্স ) By Hridoy Khan
কখনও চেয়েছো কি জানতে
আমি আসলেই কেমন আছি আর
আমি আর ওই, সেই আমি নেই
বদলে গেছি, বদলে গেছি
আগের মতো নেই।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা
তুমি জানলেও না বুজলেও না
কত ছিলে আপন,
কেনো স্বপ্ন আসে বেদনায় স্মৃতি ভাসে
চলে গেলে ঘুম ভেঙে কখন।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা
তুমি তো তেমনি আছো সবই তো ভুলে গেছো
আমি ছাড়া নিজেকে,
আমিও ভালা আছি এখনও বেঁচে আছি
ছাড়া তোমাকে।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা
Main Cast - Monalisa, Hridoy Khan
Other casts: Theo Katelas, Sula, Johny
Cinematographers: Kamrul Hasan, Ali Arnab, Hridoy Khan
Styling: Walli Aahmed Sujon
Video Production: HK Production
#HridoyKhan #Ochena #Trapped