Harate Debo Na Lyrics OST Of Pure Love (হারাতে দেবো না) Afran Nisho, Tanjin Tisha





তোমাকে শুধু তোমাকে
আমি চেয়েছি কাছে পেয়েছি
ভালবেসেছি জীবনে।
না নানা ছেড়ে যাবোনা
কথা তোমায় দিলাম,
দু পা বাড়িয়ে এলাম
সঙ্গী হবো বলে পথচলা।

হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।

তুমি এলে তো পেয়ে গেলাম
জীবনের মানে,
ঘিরে আছো চারিপাশ আমার সবখানে।

চোখেরি আলোতে এলে তুমি
আঁধার সরিয়ে,
ভালোবাসার এই কোন চাদরে
নিলে জড়িয়ে।

হারাতে চাই তোমায় নিয়ে
স্বপ্নেরও হেলায়,
দু চোখ বুজে খুঁজে নেবো
ঠিকই তোমায়।

সবখানে, হৃদয়ের সবখানে
তোমারি আনাগোনা,
তুমি কি জানোনা
ভালবাসা আমার শুধু তোমায়।

হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।





Song : Harate Debona

Singer : Avraal Sahir & Prity Sheikh 

Lyric, Tune & Music : Avraal Sahir




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url