Bhalobasa Hok Sobar Song Lyrics ( ভালোবাসা হোক সবার লিরিক্স ) The Bong Studio Originals
শুধু এইটুকু আমার চাওয়া
শুনে যেও তুমি একবার,
অজুহাত খুঁজে যত ভুল আছে
ক্ষমা করো প্রতি শেষবার।
ব্যাথারো সময় কোন মায়ায়
এ বুক খোঁজে যে গান,
আমারো সুরের আজান বলে
ঘরে এসো হে রাম।
বলো কি দিতে পারি
তোমায় আমার সে গান?
যত দ্বন্দরা মরে যাক
ভালোবাসা হোক সবার।
চোখ, ওই চোখ
না বলা কথাদের,
বুঝেছে মন বুঝেছে
আদর আকাশ আমাদের।
হাজার বছর সায়ান শুনি
রেখে হাতে হাত তোমার,
আলতো ঘুম ওই ভাঙে যেন
আমার আঙুল ছোঁয়ায়।
তুমি বললে চাইতে পারি
একান্ত সেই সকাল,
যত দ্বন্দরা মরে যাক
ভালোবাসা হোক সবার ..
বলো কি দিতে পারি
তোমায় আমার সে গান?
যত দ্বন্দরা মরে যাক
ভালোবাসা হোক সবার।
Song : Bhalobasa Hok Sobar
Vocal, Music & Lyrics : Hafiza Sultana
Director : Krish Bose
Edit & Color : Sanjoy Dasgupta
D.O.P : Subhajit Sil
Bhalobasa Hok Sobar Song Is Sung by Hafiza from The Bong Studio Originals Song. Music Composed by And Valobasha Hok Sobar Lyrics In Bengali Written by Hafiza Sultana. Song Mix, Master & Music Arrangements by Dipesh Chakraborty.