Naa (না) Song Lyrics by Imran Mahmudul Bangla new Song 2020
যদি বলতে পারো আমায় তুমি
কেন আমার হলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখবো না।
যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না ...
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।
একলা বিকেল, ধূসর স্মৃতি
কাটে কেমন কেউ জানে না,
নেই কত রাত, হাতে রাখা হাত
চাপা ব্যেথা কেউ দেখে না।
যদি বলতে পারো আমায় তুমি
কেন ভালোবাসলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখব না..
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।
ভাবছো হয়তো তুমি এখনো
তোমায় ছাড়া চলতে পারি না,
ভুলে গেছি তোমায় আমি
একটুও আর মনে পড়ে না।
যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না।
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।
Song name : Naa Singer : Imran mahmudul Tune : Imran mahmudul Music Programming: Tonmay Mahabubul Lyrics : Mehedi hasan Limon
#Naa #ImranMahmudul #TonmayMahabubul #BanglaSong2020