Fire Eso Song Lyrics (ফিরে এসো) Belal Khan






বৈরি মনে তৈরি হলো
দুরন্ত প্রেমের টান,
ভুলে গেছি যত ছিলো
উড়ন্ত অভিমান।

ফেলে এসে কত রাত
হয়নি রাঙা প্রভাত,
বেদনায় কেঁদেছে প্রাণ ..
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে,
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে।।

ব্যাকরণের সূত্র মেনে
হয় কি ভালোবাসা?
হৃদয় সেতো বুঝে ঠিকই
হৃদয়েরই ভাষা।

তবে কেন প্রতিকূলে স্মৃতি তাড়ানো
নিজেরই অনুকূলে দুঃখ বাড়ানো ..
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে,
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে।।

তোমায় ঘিরে আমার যতো
সরল অনুভূতি,
মুখরিত আলোড়নে
বাড়ায় আরো দ্যুতি।

তবে কেন প্রতিকূলে স্মৃতি তাড়ানো
নিজেরই অনুকূলে দুঃখ বাড়ানো..
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে,
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে।





Singer Belal Khan Lyrics: Nihar Ahmed Composer: Belal Khan Music: Wahed Shahin Dop: Bishawjit Datta
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url