Tomay Ami Chinina Confusion Song Lyrics (কনফিউশন) Bangla Five
Tomay Ami Chinina lyrics -
এই চেনা শহর, চেনা সময়
সময় গড়ালে অচেনাও হয়।
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি।
আসলে কি করেছি,
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি।
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়।
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায়।
আসলে কি বেসেছি ?
তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি
তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন
চেনা অচেনায় দেখি।
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে
ঠিক কিংবা ভুলে।
বইতে বইতে যেমন জল
ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়।
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের
ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের।
আমি ডাকি না, আমি ডাকি না,
আমি ডাকি না,
আমি ডাকি না, নাকি ডাকি,
আমি চিনি না, আমি চিনি না,
আমি চিনি না।
আমি চিনি না, নাকি চিনি।
কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি।
তোমায় আমি চিনিনা কনফিউশন লিরিক্স - বাংলা ফাইভ ব্যান্ড
Ei chena shohor chena somoy
Somoy gorale ochenao hoy.
Ei tomay niye ami vabi
Tomay onek chine felechi.
Asole ki korechi
Tomay ami chinina abar bod hoy chini
Tomay ami chinina abar bodhoy chini.
Ei valobasha dilam tomay
Kintu ekta kintu thekei jaay
Jokhon dure dure thako tumi.
Tokhon onek valobeshe feli haay
Ashole ki besechi.
Tomay bhalobashi na abar bodhoy bashi
Tomay valobashi na abar bodhoy bashi.
Tomay Ami Chinina Confusion Lyrics
Song : Confusion / Tomay Ami Chinina
Vocal, Lyrics & Tune : Sina Hasan
Band : Bangla Five
Visit For Full Tomay Ami Chinina Confusion Lyrics
(y)
Boss lyrics টা খুবই সুন্দর হয়েছে। আরো বেশি বেশি করে লেখো। Cinemar Golpo
thanks For Sharing This Post. this is a very helpful post for me. Hazabhai.Com
Thankyou For your nice comment