Shanti Nai Mone Lyrics (শান্তি নাই মনে) Sadman Pappu
Shanti Nai Mone Song Lyrics In Bengali
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বলনা শান্তি পাই ?
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বলনা শান্তি পাই?
কেউ তো আর বুঝে না, এ মনের বেদনা
কেউ তো আর বুঝেনা, এ মনের বেদনা,
তুই তো বন্ধু আমারই জীবনেরও সাধনা
তুই তো বন্ধু আমারই জীবনের সাধনা
হারাইয়া তোরে বন্ধু প্রেমানলে মন পুড়াই ..
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বলনা শান্তি পাই?
কত আর পুড়াইবি?
পুড়াইয়া কি পাইবি?
ভেতরটা কয়লা বন্ধু প্রেম দিয়া কি জুড়াইবি
ভেতরটা কয়লা বন্ধু প্রেম দিয়া কি জুড়াইবি,
দে না দেখা বন্ধুয়া তুই
দেইখ্যা তোরে প্রাণ জুড়াই ..
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বল না শান্তি পাই?
আর কি তোরে পাবো?
তোর খুঁজে কই যাবো?
পোড়া মনের বেদনা করে যে দেখাবো
পোড়া মনের বেদনা করে যে দেখাবো,
বিবাগী মইরা গেলে তোরে খোঁজার কেহ নাই ..
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বল না শান্তি পাই?
কোথায় গেলে বল না শান্তি পাই?
Song : Shanti Nai Mone
Singer : Sadman Pappu
Tune & Music : Amit Kar
Lyrics : Noman Bibagi
Label : Agniveena