Premer Khela Song Lyrics (প্রেমের খেলা) হাবিব ওয়াহিদ New Song 2020



মন ভাঙ্গিলে, কাঁদিস না রে মন
মন পাখিরে বুঝাবি তুই কি এখন।

কত ছলনা দেখলি রে মন
আর কোনোদিনও দুঃখ নেব না এমন,
যার লাগিয়া করলি জীবন ভর
সেই মানুষটা হয় যদি পর,
প্রেমের খেলা খেলতে কি মনে রয় ..
এক জীবনে এত কাঁদন কি সয়
আরে, এক জীবনে এত কাঁদন কি সয়।

চক্ষু থাকিতে অন্ধ রইলি
নিজের কাছে নিজেই হারলি,
হো.. চক্ষু থাকিতে অন্ধ রইলি
নিজের কাছে নিজেই হারলি,
সব গাছে কি ফল হয় ?
এ তো নয় কোন পরাজয়,
মনের ভেতর মন না গেলে
প্রেমের কি মূল্য রয়।

যার লাগিয়া করলি জীবন ভর
সেই মানুষটা হয় যদি পর,
প্রেমের খেলা খেলতে কি মনে রয় ..
এক জীবনে এত কাঁদন কি সয়
আরে, এক জীবনে এত কাঁদন কি সয়।




Song : Premer Khela
Vocal, Music & Tune : Habib Wahid
Lyrics : Ali Baker Zico
Direction & Cinematography : Mir Shariful Karim Srabon



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url