Tomay Koto Valobashi Song Lyrics ( তোমায় কত ভালোবাসি লিরিক্স ) Mahtim Shakib
মুখরিত আড্ডা আমার
প্রসঙ্গটা তুমি,
কথায় কথায় লিখছি গান
আর উর্বর সুরের ভুমি।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
তোমায় নিয়ে দু'চোখ জুড়ে
স্বপ্নের চলাচল,
তোমায় পেতে মনের দেশে
ইচ্ছের কোলাহল।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
দুচোখ তোমার জানিনা কি
বার্তা দিয়ে যায়,
আমার মতো আমি তোমায়
ভালোবেসে যাই।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।
মুখরিত আড্ডা আমার
প্রসঙ্গটা তুমি,
কথায় কথায় লিখছি গান
আর উর্বর সুরের ভুমি।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।
Song: Tomay Koto Valobashi | তোমায় কত ভালবাসি Singer: Mahtim Shakib Lyric: Snahashish Ghosh Tune & Music: Sheikh Mohammad Razoan Label: Soundtek
পুরো নাটকটি দেখতে এই লিংক-এ ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=cCj1r4WWY1A
#Soundtek2020 #MahtimShakib #Natoksong