Keno Eto Dure Song Lyrics (কেনো এতো দূরে লিরিক্স ) Samz Vai New Song 2020
শুনেছি খুব আছো ভালো
এই আমাকে ছাড়া,
শুনেছি এখন আমার জন্য
লাগেনা দিশেহারা।
ভুলে গেছি সব ভুলে যাওয়ার
বাহানা আমার,
আমার জায়গা ভরাট করে এখন
আদর মাখাও কাহার?
এইতো কদিন আগেই ছিলাম
তোমার চোখের মণি,
হয়ে যাবো তোমার পথের কাঁটা
আমি কি আর জানি।
হাসবো বলে তোমার ছলে
ভাসলাম অশ্রু জলে,
সুখপাখি উড়াল দিলে কি
সুখের দেখা মিলে?
কেনো এতো দূরে, গেলে তুমি
আমায় কি মনে পড়েনা?
আমার এ তুমি হারালে কি থাকে বলো
ভালো থাকা আর হলো না।
যে শহরে তোমায় নিষেধ বারণ
সেটাই আমায় দিলে,
সবকিছু আজ আমার ভুলের কারন
তাই দেখি বোঝালে।
কই গেলো সব মিথ্যে আহাজারি?
কই গেলো তোমার কান্না ঢেউ?
ওরে হাসলাম আমি বুক চাপিয়া
দিনেরই আলোয়,
রাতে কান্না দেখলো নারে কেউ ..
কেনো এতো দূরে, গেলে তুমি
আমায় কি মনে পড়েনা?
আমার এ তুমি হারালে কি থাকে বলো
ভালো থাকা আর হলো না।
Song : Keno Eto Dure Singer, Lyrics&Tune, Music: Samz Vai Cast: Samz & Tanha Director: Zidan Misbah Editing : Zidan Misbah A.D: Taskin Ahammed Tazin
#SamzVai #Keno_Eto_Dure
এই আমাকে ছাড়া,
শুনেছি এখন আমার জন্য
লাগেনা দিশেহারা।
ভুলে গেছি সব ভুলে যাওয়ার
বাহানা আমার,
আমার জায়গা ভরাট করে এখন
আদর মাখাও কাহার?
এইতো কদিন আগেই ছিলাম
তোমার চোখের মণি,
হয়ে যাবো তোমার পথের কাঁটা
আমি কি আর জানি।
হাসবো বলে তোমার ছলে
ভাসলাম অশ্রু জলে,
সুখপাখি উড়াল দিলে কি
সুখের দেখা মিলে?
কেনো এতো দূরে, গেলে তুমি
আমায় কি মনে পড়েনা?
আমার এ তুমি হারালে কি থাকে বলো
ভালো থাকা আর হলো না।
যে শহরে তোমায় নিষেধ বারণ
সেটাই আমায় দিলে,
সবকিছু আজ আমার ভুলের কারন
তাই দেখি বোঝালে।
কই গেলো সব মিথ্যে আহাজারি?
কই গেলো তোমার কান্না ঢেউ?
ওরে হাসলাম আমি বুক চাপিয়া
দিনেরই আলোয়,
রাতে কান্না দেখলো নারে কেউ ..
কেনো এতো দূরে, গেলে তুমি
আমায় কি মনে পড়েনা?
আমার এ তুমি হারালে কি থাকে বলো
ভালো থাকা আর হলো না।
Song : Keno Eto Dure Singer, Lyrics&Tune, Music: Samz Vai Cast: Samz & Tanha Director: Zidan Misbah Editing : Zidan Misbah A.D: Taskin Ahammed Tazin
#SamzVai #Keno_Eto_Dure