Nithua Pathare Lyrics ( নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ) Monpura Movie Song





নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই

ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই

চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ

না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ

অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ

প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর

না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর

নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই

ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই






শিরোনামঃ    নিথুয়া পাথারে
কন্ঠঃ   ফজলুর রহমান বাবু
কথাঃ   সংগ্রহ
মুভিঃ  মনপুরা




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url