Tumi Chara Song Lyrics ( তুমি ছাড়া লিরিক্স ) By Imran Mahmudul





কি যে হাসি তুমি ছড়ালে
মায়া জালে এই মন জড়ালে
ডুবে থাকি ‍আলো আসাতে
বলি আমি কোন ভাষাতে

রোজ বোসে তোকে খোজা
কাছে থেকে আরও যাওয়া
সবই তো তোকে ভেবে ভাবনায়
তোর নামে মেঘে ভেজা
মাঝে মাঝে তুই ছাড়া
শাত সকাল ভালো যায় না

তুমি ছাড়া শুধু তুমি ছাড়া
অসহায় আমি শুধু তুমি ছাড়া

এই মনে আছো আমার
যত অবুঝপনা
সবই যে তোমার জন্য
কেনো তা তুমি বোঝো না

ভুল করে বুঝে উঠা
তোকে রেখে আলো খোজা
ইচ্ছেরা কেনো তোকে চায় না

তোর চোখে ভেবে যাওয়া
মনে যাগে কত ছোয়া
বল নারে শুধু তুই বল না

তুমি ছাড়া শুধু তুমি ছাড়া
অসহায় আমি শুধু তুমি ছাড়া







Song name: Tumi Chara
Singer: Imran Mahmudul & Maysha 
Tune & Music: Tonmay Mahabubul 
Lyrics: Robiul Islam Jibon
Picture Courtesy: Grammen Uniqlo 


#TumiChara #BidyaSinhaMim #Tahsan #ImranMahmudul



Tumi Chara Song Lyrics ( তুমি ছাড়া লিরিক্স ) By Imran Mahmudul 

Tumi Chara | Imran Mahmudul | Lyric Video | Tahsan | Bidya Sinha Mim | Connection


#TumiChara #BidyaSinhaMim #Tahsan






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url