Oporadhi Song Lyrics ( অপরাধী ) Cover By Tumpa Khan





একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে
আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা
দুঃখ পুষাইতাম,
তুই কাঁদলে পরে কেমন করে
হারাইয়া যাইতাম

ওরে মনের খাঁচায় যতন কইরা
দিলাম তোরে ঠাঁই,
এখন তোর মনেতেই আমার জন্য
কোন জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে
পুষলাম পাখি-রে
তুই যা রে যা উইড়া যা রে
অন্য খাঁচাতে

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে..





তোরে  স্কুল পলাইয়া একটা নজর 
দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায় 
আবেগ কিনিতাম

অরে রাইত এর পর রাইত জাগিয়া 
গান লিখিতাম
আমার সেই গানেরও সুরে তোরে 
খুঁজিয়া লইতাম

এখন একলা একা সময় গুলো
কাটাই কেমনে
এত ভালোবাসার পরেও আমার 
কম কি ছিল রে ?
রোজ  রাইতে আমায় জোনাক পোকা 
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে..

তোর নামের পাশে সবুজ বাতি 
আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর 
মায়া লাগায় না
কারো হাসি মুখের ছবি দেইখ্যা 
ঘুম আর ভাঙ্গে না
কেউ আর ফ্লেক্সিলোড এর দোকানটাতেও
ভিড় জমায় না 

এখন তারার মতো জ্বলে নেভে কষ্টগুলা রে
আমি গিটার এর সুর সাথে লইয়া
ভালোই আছি রে
রোজ  রাইতে আমায় জোনাক পোকা 
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে 
কেউ তো করো নয়

ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে





Song: Oporadhi Singer: Arman Alif Lyrics & Tune: Arman Alif Guitar: Shihab rayhan Music: Ankur Mahamud



Here Presenting the lyrics of the most viral Bengali song "Oporadhi" by Arman Alif and covered by Tumpa Khan. Hope you will enjoy this "Oporadhi female version lyrics" by Tumpa Khan. Stay tuned for more lyrical videos



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url