Kaane Kaane Song Lyrics (কানে কানে) By Habib Feat DJ Sonica
কী করে বলি তোমাকে
কতটা চায় মন যা সারাক্ষণ
শুধু প্রতিক্ষণ অবসরে
এমন যদি হত এখনই
আমার পাশে আজ বসে
বাস্তবে নয়, অভিনয়ে
বলবো কথা কানে কানে
কাছে এসে খুব যতনে
প্রশ্ন হলে জনে জনে
বলবো কিছুই জানি না
পাবো তোমায়, আজ নয়তো কাল
হবে তুমি আমার, শুধু আমার
কিছু ছলনা আর অভিমানে
দেখো চেয়ে এই আমাকে
কতটা হতে চাই তোমারি
সব দিতে চাই অগোচরে
ও বেবি, আই ওয়ান্ট টু শো
ডোন্ট ওয়ান্না লেট ইউ গো
লেট্স শেয়ার দ্য ডার্ক টুনাইট
ইট ফিলস সো রাইট
জাস্ট হোল্ড মি টাইট
অ্যান্ড মেক মি গো
বলবো কথা কানে কানে
কাছে এসে খুব যতনে
প্রশ্ন হলে জনে জনে
বলবো কিছুই জানি না
Song : Kanne Kaane Singer : DJ Sonica Music : Habib Wahid Tune & Lyrics : DJ Sonica Music Co - Production - Sajid Sarker