Protibadi Song Lyrics (প্রতিবাদী ) Tahsan Khan Yamaha Studio






প্রতিবাদী গান লিখবোনা আমি
আমি পরাজিত কবি।

প্রতিবাদী গান শুনতে চায়না কেউ
স্তব্ধ মৃত্যু পুরী।

তবু হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
দুর্বৃত্তেরা যতই সংঘবদ্ধ হোক
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।
হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
অস্ত্রের মুখে নতজানু হলেও
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।।

দেশপ্রেমিক তুমি,
যে তুমি দেশান্তরি নও
যে তুমি অস্ত্রের ভয়ে পিছু হটো না।
আলোর মিছিলে
সেই নতুন কান্ডারী,
দিগবিজয়ী কাউকে খুঁজে নাও।

পরাজিত কবির অসহায় আর্তনাদ
দেশপ্রেমিক গৃহবন্দী।

দেয়ালে যখন পিঠ
সেই সময়ের অপেক্ষা
জাতির শিরদাঁড়ার অগ্নিপরীক্ষা ..

প্রতিবাদী গান লিখবোনা আমি
আমি পরাজিত কবি।
প্রতিবাদী গান..

হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
দুর্বৃত্তেরা যতই সংঘবদ্ধ হোক
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।


হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
অস্ত্রের মুখে নতজানু হলেও
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি





Song : Protibadi Gaan
Vocal & Lyrics : Tahsan
Composition : Tahsan And The Band
Guitars : Shourin




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url