Tumi Mor Jiboner Vabona Lyrics ( তুমি মোর জীবনের ভাবনা ) Andrew Kishore





তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা,
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা,
নিজেকে আমি ভুলতে পারি,
তোমাকে যাবে না ভোলা।
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা।।

হাজার তারের বীনা তুমি,
তুমি সুরের ঝংকার,
তুমি আমার আশার শ্রাবণ,
তুমি বসন্ত বাহার।
রাগ রাগীনির ফুলকলিতে,
কণ্ঠে পড়াবো মালা।
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা,

তোমায় নিয়ে, লেখা যেন,
সারা পৃথিবীর গান,
প্রথম প্রেমের, ছোয়া তুমি,
তুমি যে মান অভিমান।
সব কবিতার ছন্দ তুমি,
দুঃখ সুখেরই ভেলা।
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা,

তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা,
নিজেকে আমি ভুলতে পারি,
তোমাকে যাবে না ভোলা।
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা।
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা।
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা।




Song: Tumi Mor Jiboner Vabona Cast: Salman Shah & Shabnur Singer: Andrew Kishore & Salma Jahan Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul Movie: Anondo Osru





Next Post Previous Post
2 Comments
  • Tips2Hub
    Tips2Hub April 16, 2021 at 3:55 AM

    আমিও একটা পোষ্ট করে শুধু আমার সাইট কে এডসেন্স এপ্রোভ করার জন্য তাই এখানে ক্লিক করে বিস্তারিত সাইট টিকে ভিজিট করে দেখতে পারেন আমার।

    • No Name
      No Name August 16, 2021 at 2:32 AM

      Apnar site ti khub valo laglo amar. Apni aro likhun o sobai valo kisu upohar din samner din gulo te. Thankyou

Add Comment
comment url