Ferate Parini Lyrics ( ফেরাতে পারিনি ) OST of Appointment Letter






সবই বুঝি
তবু অবুঝের মতো
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে
সবই বুঝি
তবু অবুঝের মতো
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত
সেই যে ভালোবেসে
হৃদয়ের পাল তুলে
প্রেমের বৈঠা নিয়ে
অজানায় গিয়েছো চলে
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে
তুমিতো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে
সবই বুঝি
তবু অবুঝের মতো
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত
এই যে আলো
আঁধারে দিয়েছো ঠেলে। 
কী যে একা একা লাগে, 
চোখ ভিজে লোনা জলে। 

ফেরাতে পারিনি আমি, 
পারিনি তোমার হতে। 
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি, 
তবু অবুঝের মতো। 
তোমায় খুঁজি, 
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি, 
কেন বেদনার মতো, 
হৃদয়ে আঁকি, 
নীল প্রজাপতি শত। 





Song : FERATE PARINI (ফেরাতে পারিনি) Tune & Music : Naved Parvez Singer : Rehaan Rasul Lyrics : Mahmood Manzoor Flute : Sayon Mangsang



Presenting Bangla Song : FERATE PARINI (ফেরাতে পারিনি) by Rehan Rasul. Original Soundtrack from Bangla Drama Appointment Letter. Acted by Afran Nisho and Mehazabien Chowdhury. Directed by AB ROKON.

Cast : Afran Nisho, Mehazabien Chowdhury, Rusho Sheakh, Fakhrul Basher Masum, Mili Basher, Aishorjo Al Pushon, Afroza Shashi, Nashwa Nusaiba Bari, Tasnim Mostafa, Mishuk Mostofa, Tofayel Azom, Tushar Mamun and many more.

#BanglaSong #BanglaNatokSong #BanglaSong2019 #NewSong2019 #Song2019 #AfranNisho #AfranNishoNatokSong #AfranNishoNatokSong2019 #MahazabienChowdhury #MehjabinNatokSong #Mehjabin_Natok_Song #Mehjabin_Natok_Song_2019 #অ্যাপয়েন্টমেন্ট_লেটার
অ্যাপয়েন্টমেন্ট লেটার বাংলা নাটক আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url