Meghomala Song Lyrics ( মেঘমালা লিরিক্স ) Apurba Mehazabien Bangla New Song 2020






মেঘমালা, খুলে জানালা
প্রেম এলো মনের ঘরে,
এলো ঝড়, কেঁপে থরথর
অস্থির হযই কেন এমন করে।

আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।

তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে ..

ভোরে, খুব করে
রোদ হয়ে লুটাবো গায়ে,
বাতাসে, দুর্বা ঘাসে
শিশির হয়ে জড়াবো পায়ে।

আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।

তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদোর গালে ঠোঁটে..

প্রাণে, অভিধানে
এ মনে লেখা একটি নাম,
হৃদয়ে, নির্ভয়ে
এল প্রেমের নীল খাম।

আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।

তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে





Song – Meghomala – মেঘমালা
Artist – Sahriar Rafat & Kaniz Khadiza Tinni
Lyrics – Anurup Aich
Tune, Music – Sahriar Rafat


Drama - Biye

Drama/Cast - Ziaul Faruq Apurba, Mahejabeen Chaudhary
Co-Cast - Khalekujjaman, Masum Basher, Mili Basher, Shelly Ahsan, Sharna Lata, Rudaba



> Tumi Chara Song Lyrics ( তুমি ছাড়া লিরিক্স ) Tahsan







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url