Anutap Song Lyrics (অনুতাপ লিরিক্স) By Balam Bangla New Song 2020
প্রতিটি ভুল যেন পাহাড় সমান
প্রতিটি ক্ষণ যেন আকাশ সমান,
কি এ কষ্ট ডাকছে পিছু
নেই যেন আমার কিছুই।
মেঘলা আকাশ উড়ছে মন
হিমেল বাতাস ছুটছে ক্ষণ,
জানি না, কি যে হলো আজ হঠাৎ।
শত শত প্রশ্নের ভিড় জমেছে
ক্লান্ত মনে আমার,
জীবনের হিসেবে-নিকেশ গুলো
মিলছে না যেন কিছু।।
প্রতিটি ভুল যেন পাহাড় সমান
প্রতিটি ক্ষণ যেন আকাশ সমান,
কি এ কষ্ট ডাকছে পিছু
নেই যেন আমার কিছুই।
সময়ের সীমানা, নেই তো আর জানা
সব যদি পালটে যেত
জীবনের অনুতাপ যত।
শত শত প্রশ্নের ভিড় জমেছে
ক্লান্ত মনে আমার,
জীবনের হিসেবে-নিকেশ গুলো
মিলছে না যেন কিছু।
প্রতিটি ভুল যেন পাহাড় সমান
প্রতিটি ক্ষণ যেন আকাশ সমান,
কি এ কষ্ট ডাকছে পিছু
নেই যেন আমার কিছুই।
Song – Anutap Artist – Balam Lyrics, Tune, Music – Balam Cast – Irfan Sajjad and Tanjin Tisha Natok – Bhalobasa Nai Director – Jamal Mallick DOP - Mahmudul Hasan Edit – Shamim Hossain Color – Saif Russel
#Anutap #Balam #TanjinTisha #IrfanSajjad #BhalobasaNai #JamalMallick #EagleMusic #অনুতাপ