Nalish Song Lyrics ( নালিশ লিরিক্স ) By Keshab Dey 2020





জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।

প্রশ্ন হাজার ছিলো বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।

আজুহাতের পাহাড় যেমন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
আ আ ...
আজুহাতের পাহাড় যখন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।

স্বপ্ন অনেক আছে বাকি
রাত্রি গুলো আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।

যাকে নিয়ে লেখা ছিলো
হাজার একটা বায়না,
সে হারালেও সহজে তা
মুছে ফেলা যায় না।

প্রশ্ন হাজার ছিল বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল।







Song - Nalish (নালিশ)
Singer - Keshab Dey
Lyrics - Badal Paul
Tune - Keshab Dey

Music Arrangement - Tapas Roy



Presenting Most Awaited Heart Touching Sad Song "Nalish"(নালিশ) 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url