Beche Theke Labh Ki Bol Song Lyrics (বেঁচে থেকে লাভ কি বল) Rangbaaz Movie Arijit Singh
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল মন কোথা কার।
জানি স্বপ্ন তার পাতায় কত কি,
কত যত্নে দেখেছি আর লিখেছি।
যা চলে তুই, ও.. সব ভুলে তুই,
যা চলে তুই, ও.. সব ভুলে তুই।
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার ও ও ..
কেন হয় এমন, মনে নেই তো মন
হাওয়া বড়ই বে-রঙিন।
নারে না নয় সহজ, পাওয়া তোর মতন
আর কাউকেও কোনোদিন।
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;
চোখে শুকিয়ে গেল জল।
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল
মন কোথাকার.. ও..
কি যে বলবো আর, এ দূরত্ব টার
দেখি নেই রে কোনো শেষ
তবু দেখ না তুই, বসে পাশ'টা তেই
গেলি আলোকবর্ষ দেশ।
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;
চোখে শুকিয়ে গেল জল।
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল
মন কোথাকার
Film: Rangbaaz
Director: Raja Chanda
DOP: Shailesh Awasthi
Starring: Dev, Koel Mallick
Music: Jeet Gannguli
#Rangbaaz #Dev #Koel
> tomra kunjo sajao go lyrics ( তোমরা কুঞ্জ সাজাও গো )