Bhulona Amay Lyrics (ভুলোনা আমায় লিরিক্স) Kona Natok Song

 

Bhulona Amay Song Lyrics In Bengali -


তোমার হাওয়ায় উড়া চুল

কানে রঙিন দুল

মিষ্টি যত ভুল,

ভালো লাগে আমায়।  


তোমার অবুঝ অভিমান

মায়ার পিছুটান

প্রিয় মৃদু গ্রাণ

ভালো লাগে আমার।  


আজ থেকেই আমি শুধু যে তোমার

তুমি ছাড়া মন অসহায়।  


পাশে থেকো চিরদিন 

ভুলোনা আমায়, 

ভুলোনা আমায়

ভুলোনা আমায়।  


তুমি আছো হৃদয়ে

সবটা জুড়ে

তোমার ছায়া আমায়

রাখে ঘিরে।  


যত আসুক বাঁধা,

নামুক আঁধার

ছিন্ন হবে না প্রেম,

তোমার আমার।  


আজ থেকেই আমি শুধু যে তোমার

তুমি ছাড়া মন অসহায়।  


পাশে থেকো চিরদিন 

ভুলোনা আমায়, 

ভুলোনা আমায়

ভুলোনা আমায়।  


জোসনার আচ্ছা যে,

তোমারই আলোয়

হৃদয় জুড়ে নামে

সুখেরই প্রলয়।  


একটাই পৃথিবী

তুমি জীবন আমার

তোমার মত, প্রিয় 

কেউ তো নেই আর।  


আজ থেকেই আমি শুধু যে তোমার

তুমি ছাড়া মন অসহায়।  


পাশে থেকো চিরদিন 

ভুলোনা আমায়, 

ভুলোনা আমায়

ভুলোনা আমায়।  



Bhulona Amay Song Lyrics In English - 


Tomar haoyay ura chul

Kane ragin dul

Misti joto bhul

Bhalo lage amay.


Tomar abuj aviman

Mayer pichutan

Priyo midu gran

Bhalo lage amar.


Aj thekei ami sudhu je tomar

Tui chara mon asahay

Pade theko chirodin

Bhulona amay.


Bhulona Amay Title Song Lyrics

Song : Bhulona Amay

Singer : Kona & Avraal Sahir

Tune & Music : Avraal Sahir

Lyrics : Ahmed Risvy

Drama : Bhulona Amay

Director : Jakaria Showkhin


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url