Tor Name Lekha Song (তোর নামে লেখা) Lyrics
ছুঁয়ে যায় কেন এই
বৃষ্টি জল তোর নাম ধরে,
একমুঠো স্বপ্ন কুড়োই
তোর সঙ্গে আনমনে।
তোর ঘুম ঘোরে খোঁজে মন অন্তকোন
বলতে কি চাস আমায়..
তোর নামে লেখা ইচ্ছে পাঠাই
তোর নামে লেখা আসকারা সাজাই।
কত চিঠি আসে উড়ো খামে খুঁজি আর
জুড়ে দেয় সেই গল্পকোন,
রংতুলি মাখে রূপকথায় সাজানো
বুঝি ফিরে আসে তোর স্বপ্নে রোজ।
তোর ঘুম ঘোরে খোঁজে মন অন্তকোন
বলতে কি চাস আমায়..
তোর নামে লেখা ইচ্ছে পাঠাই
তোর নামে লেখা আসকারা সাজাই।
Song : Tor Name Lekha
Singer : Rupak Tiary
Lyricist : Jayanta Biswas
Composer : Rupak Tiary
Singer : Rupak Tiary
Lyricist : Jayanta Biswas
Composer : Rupak Tiary