Shoroter Shesh Thekey Lyrics (শরতের শেষ থেকে) Pritom Hasan
Shoroter Shesh Thekey Lyrics In Bangla -
গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার,
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার,
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে,
কেটে যাবে,
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে,
পেয়ে যাবে।
যে রাতে
তোমার দু'চোখ ঘুমহীন আবার,
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার।
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে,
আর গল্প শোনাবে তোমার আমার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে,
কেটে যাবে,
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে,
পেয়ে যাবে।
শরতের শেষ থেকে ।
শরতের শেষ থেকে ।
Shoroter Shesh Thekey Lyrics In English -
Girshote
Chayar moto shitol chokh tomar
Megh hoye
Dhekeche joto rod janalar
Hoyni sahos tobu kotha bolar tobu
Tomar naame
Likhe gechi ek chithi shotobar
Shoroter shesh theke
Bosonto purota vebe tomake
Kete jaabe
Jodi mon theke
Deke dekho amay peye jabe
Peye jabe
Je raate
Tomar duchokh ghumheen abar
Sei raate
Tomar kache pathabo chand amar
Aalo debe se jege raatbhor, Tarar sathe
Aar golpo shonabe tomar amar.