Keno Arale Lyrics ( কেনো আড়ালে ) Nasif Oni
Nasif Oni | Syed Atiq | Keno Arale | কেনো আড়ালে |
খুব একা লাগছে ভীষণ তুমি ছাড়া
আজ আমার স্বপ্নগুলো পথহারা
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বল চলে গেলে
কোন খেয়ালে, সুখ কেড়ে নিলে
কিছু খুনসুটি, আছে ভুলত্রুটি
আমি অপরাধী, মানতে রাজি
খুব জোরকোরে ভুলতে গেলে
যায়না ভুলা প্রিয় মুখটাকে
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বলো চলে গেলে
কোন খেয়ালে সুখ কেড়ে নিলে
nice song
Nasif Oni Song Lyrics