Ghum Valobasi Song ঘুম ভালোবাসি - Lyrics









আজ এই নিশিতে মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রনা। আহা কি জাদু করলি, ওরে ও পাগলি তোরে ভুলে থাকা যায় না, আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই চারো দিকে মনে হয় আয়না। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে। আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে এই বুকের ভিতর পরান পাখি কাইন্দা মরে রে। তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময় ধীরে ধীরে যাচ্ছে পুড়ে অবুঝ এই হৃদয়, যার কারনে পুড়ছে এ বুক সে তো বুঝে না অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা.. আর কেউ না জানুক হায় তুইতো জানতি মোরে, মনো-প্রাণ দিয়া কত বাসছি ভালো তোরে। ও.. ভালোবাসার তুই কি দিলি এই কি প্রতিদান, মান কুলমান সব ডুবাইলি, করলি অপমান।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url