Kichu Song Lyrics (কিছু) Minar Rahman






কিছু অভিমানী জল,

কিছু মেঘেদের দল,

কিছু ভুল কোলাহল মাখা ঋণ।

কিছু দখিনা হাওয়া,

কিছু না চেয়েও পাওয়া,
কিছু ভালোলাগা না লাগা দিন।

তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকেই কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না,
নাম ধরে ডাকে ফিরে ফিরে।

কিছু সময়ের ব্যবধান,
কিছু ভুল সুর ভুল গান,
ভুল করে গেয়েছিলে কবে?
আজও ভাঙে গড়ে মন,
হয়তো বা অকারণ,
বলে যায় ফের দেখা হবে।

তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকেই কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়ে দেখি,
ভুলতে পারি না,
নাম ধরে ডাকে ফিরে ফিরে।

আজও কত চিঠি কত খাম,
হাওয়ায় উড়িয়ে দিলাম,
ঠিকানাটা হারালো যে কই?
ভেতরে কি লেখা ছিলো তা,
ধুলো জমা স্মৃতি হাহাকার
জানা হবে না তা কখনোই।

তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকে কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না,
নাম ধরে ডাকে ফিরে ফিরে।

কিছু অভিমানী জল,
কিছু মেঘেদের দল,
কিছু ভুল কোলাহল মাখা ঋণ।
কিছু দখিনা হাওয়া,
কিছু না চেয়েও পাওয়া,
কিছু ভালোলাগা না লাগা দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url