OST of Stadium Takla Re (টাকলা রে) song lyrics




টাক টাটাক টাক টাকলা রে

মেইন রোডে গিয়ে বাস্তবে 

দাড়াতে গিয়ে দেখি সে যে পাশে
আমায় দেখে মুসকি হাসে
হেল্পার হবো তার মনের বাসে
খালি টান দিবো গাড়ি আমি ভ্রুম রুম
প্রেম নেশায় চোখ দুুুটি ঘুম ঘুম 
এটাতে বৃস্টিতে দেখি সব ঝুম ঝুম
মনে প্রেমের ভিট টা বাজে বুম বা বুম্বুম
গরম লাগে আমার দুপুুরে 
শিহরিত তুমার নুপুরে
ঝাপ দিবো আমি প্রেমের পুকুরে 
কিন্তু ডুববো না 
ও মেয়ে কাছে এসো না আমায় ভালোবাসো না 
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না রে
ভাইয়ার বাতাসে চুল নরে না
স্টেডিয়াম টা বড়ে না 
ডাক্তার কবিরাজ কিছুতে কাজ করে না
অ মেয়ে কাছে আসোনা আমাায় ভালো বাসোনা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url