Nei (নেই) song lyrics Minar Rahman
সন্ধ্যে হয় হলুদ নিয়নে।
এই আঁধারে আলো নেই,
ভুলের চিঠি আসে পিয়নে।
কিছু স্মৃতি আজও আপন,
কিছু ব্যথা খুবই গোপন,
কিছু ছবি থাকে নিড়লে।
কিছু কথা কাঁদে আড়ালে,
কিছু কথা কাঁদে আড়ালে।
অবাক চোখের অবাক জলে,
নীরব কষ্ট গুলো ঝরে।
তুমি আমি এক মলাটে,
তবু আছি অনেক দূরে।
কিছু স্মৃতি আজও আপন,
কিছু ব্যথা খুবই গোপন,
কিছু ছবি থাকে নিড়লে।
কিছু কথা কাঁদে আড়ালে,
কিছু কথা কাঁদে আড়ালে।
সময়ের ঋণ বাড়ছে দিন দিন,
ভুলে গেলে সব পিছুটান।
দ্বিধার আগুনে অভিমান,
তুমি আমি এটাই ব্যবধান।
কিছু স্মৃতি আজও আপন,
কিছু ব্যথা খুবই গোপন,
কিছু ছবি থাকে নিড়লে।
কিছু কথা কাঁদে আড়ালে,
কিছু কথা কাঁদে আড়ালে।