Kotha Dilam Song Lyrics By Imran And Kona OST Angule Angule






দুটি মনে, লাগে যদি একটু সুখের দোলা
দূরে গেলেও,
কোনোদিনও যায়না তাকে ভোলা।
এক হতে চাই, শুধু কারণ অকারণ
ভালোবাসা মানেনা শাসন বারন।


ভালোবাসা জানেনা হেরে যেতে,
ভালোবাসা জানে শুধু বেড়ে যেতে।


কি করি হায়, কি মুগ্ধতায়
আমায় ছুঁয়ে দিলে,
উড়ে আসা আঁধার গুলো,
আলোয় ধুয়ে দিলে।



এমন করে হাসো যদি
দেখবো আজীবন,
প্রেমের সকল কবিতাকে
লাগছে খুব আপন।


ভালোবাসা জানেনা হেরে যেতে,
ভালোবাসা জানে শুধু বেড়ে যেতে।


কোনো এক বেদনা দিনে
তুমি নিতে পারো আমায় চিনে,
থাকবে এই বুকের বামেই,
আসলেও শত ঝড়।


আমি তোমাকেই কথা দিলাম
এই অনুভব সাজিয়ে নিলাম,
তোমার মনের দেয়ালে,
কভু কাটবো না আঁচড়।


ভালোবাসা জানেনা হেরে যেতে,
ভালোবাসা জানে শুধু বেড়ে যেতে।


দুটি মনে, লাগে যদি একটু সুখের দোলা
দূরে গেলেও,
কোনোদিনও যায়না তাকে ভোলা।
এক হতে চাই, শুধু কারণ অকারণ
ভালোবাসা মানে না শাসন বারন।


ভালোবাসা জানেনা হেরে যেতে,
ভালোবাসা জানে শুধু বেড়ে যেতে।




Singer: Imran & Kona Lyric: Suhrid Sufian Tune & Music : Ahmmed Humayun DOP: Tanvir Anzum
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url