Dube Dube Song Lyrics ( ডুবে ডুবে ) By Tanjib Sarowar





তুমি না ডাকলে আসবো না

কাছে না এসে ভালোবাসবো না

দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?

নাকি চলে যাওয়ার বাহানা বানায়?



দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।



এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে

চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।  



দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরোনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।



ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়

শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত...



দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url