Dhoka Song Lyrics (ধোঁকা) By Arman Alif






সেইদিন তোকে দেখলাম একটা ছেলের সাথে রে
তোর দুটি হাত ছিলো সেই ছেলের হাতে রে,
বুকটা আমার ভেঙ্গে গেলো চোখে জমে জল
আর কতটা কষ্ট দিবি সরাসরি বল।

ষোলোআনা প্রেম কোরিয়া পাইলাম এক আনা
ভালোবাসার নামে শুধু জুটলো যাতনা,
লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ
সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ ..

তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবিনা
ফিরে আসবি তুই কখনো এটাও ভাবিনা,
তুই যারে যা ইচ্ছে হলে দূরে চলে যা
শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা।

তোর জন্য কতকিছু ছাড়িলাম আমি
ছোটকালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি,
হঠাৎ করে কি বুঝে আজ বদলে গেলি তুই
এখন আমার এতো জ্বালা কোন সাগরে থুই।

ষোলোআনা প্রেম কোরিয়া পাইলাম এক আনা
ভালোবাসার নামে শুধু জুটলো যাতনা,
লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ
সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ..

তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবিনা
ফিরে আসবি তুই কখনো এটাও ভাবিনা,
তুই যারে যা ইচ্ছে হলে দূরে চলে যা
শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url