Bangla Song Lenadena Lyrics ( লেনাদেনা) by Samz Vai




ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের সাথে।

না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।

রাত যখন হবে নিঝুম
উড়ে যাবে তোমারোও ঘুম
চোখ ভীজে যাবে তোমার অশ্রুতে,
মিলবে না তো কোনো হিসাব
হবেনা পুরন আমার অভাব
দিন রাত এক হবে তোমার এই ভাবেতে।

না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।

মন নিয়ে তুমি করেছো খেলা
পেয়েছি শুধুই অবহেলা
ধীরে ধীরে তুমি ওগো সবি বুঝবে,
বুঝেও কোনো লাভ হবেনা
পাবেনা আর এই ঠিকানা
সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাঁদাবে।

না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা..

ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের খাটে।



Song: Lenadena (লেনাদেনা ) Singer: Samz Vai Lyrics & Tune: Samz Vai Music: PB Rudro



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url