Durey OST of Hotath Dekha Song lyrics Syed Nafis (দূরে)



দূরে যে ছিলে
ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি
আমি সামলে দু’চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে
দেখা হবে ভাবি নি আগে

দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে 
হারিয়ে গেছে কবে যে


দূরে থেকেও ক্ষনিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা

ওওওওও
আগলে আছি যে টুকু আছি বেঁচে
বলবো কি করে যে টুকু বলার আছে
দেখা হবে ভাবি নি আগে

দূর, দূরে বহুদূরে পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে স্মৃতিদের ভীরে 
হারিয়ে গেছে কবে যে



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url