Baba Song Lyrics (বাবা) Imran Bangla Song 2020
না বুঝে দিয়েছি তোমায় কত যে ব্যথা
বলো তুমি ছাড়া আর কি কেউ সয়বে তা
তোমায় কিছুই পারিনি দিতে
শিখেছি শুধুই নিতে
চাওয়া পাওয়ার পৃথিবীতে
তুমি তো স্বার্থের বিপরীতে
আমি বুঝিনি, আমি খুঁজিনি
তোমার সাদা মন, ও বাবা
সধারণ হয়েও তুমি অসাধারণ
তুমি আমায় হাতে কলমে কত কি শেখালে
চেনা জগতের বাইরে কত কি দেখালে
আজ সবকিছু জানি, তোমার চোখে পানি
ভাবনি তোমার দুখের ধন হবে তোমার দুঃখের কারণ